ভাষার মাসে কোকাকোলার ব্যতিক্রমী আয়োজনঃ নিখোঁজ শব্দের খোঁজে !!
কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা ভাষার মাস ফেব্রুয়ারিতে আয়োজন করেছে এক ব্যতিক্রমী ক্যাম্পেইন। "কোকাকোলার সাথে নিখোঁজ শব্দের খোঁজে" শিরোনামে কোকাকোলা বাংলা ভাষার অপ্রচলিত এবং প্রায় হারিয়ে যাওয়া বাংলা শব্দের খোঁজে দিচ্ছে। পাশাপাশি এসব বাংলা শব্দের অর্থসহ বোতলের গায়ে লিখে দিচ্ছে ফলে খুব সহজেই মানুষ এসব হারিয়ে যেতে বসা বাংলা শব্দগুলোর সাথে আবার পরিচিত হতে পারছে।
No comments